দাওয়াতের উদ্দেশে পোপকে আমি বই হাদিয়া দিয়েছি : আল্লামা মাসঊদ

দাওয়াতের উদ্দেশে পোপকে আমি বই হাদিয়া দিয়েছি : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট ● দাওয়াতের মানসিকতা নিয়েই পোপ ফ্্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে মন্তব্য করেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ এর চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমি পোপকে ইসলামের, তাওহীদের কিছু বই হাদিয়া দিয়েছি। দাওয়াতের উদ্দেশে তাকে দেয়া বই সে পড়বে কিনা সেটা তো আমি জানি না। আমার চেষ্টাটুকু আমি করেছি। পোপকে ইসলাম বিষয়ে, তাওহীদ বিষয়ে এই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কে পালন করবে বলুন? আমার মতো একজন আলেমেরই তো উচিত তার কাছে দাওয়াত নিয়ে যাওয়া।
সমালোচকদের একহাত নিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমার কপালটাই আল্লাহ তাআলা এমন বানিয়েছেন যে নতুন কিছু করলেই কেউ তা মেনে নিতে পারে না। সাম্প্রদায়িক মনোভাবের তীর ছুড়তে থাকে। পরে ধীর ধীরে একসময় বুঝতে পারে।
একজন রোহিঙ্গা মুসলমানের সঙ্গে তিনি আল্লাহর দরবারে হাত তুলেছেন জানিয়ে বলেন, যিনি দুআ করছিলেন তিনি তো আমার মুসলিম রোহিঙ্গা ভাই। আমি তার সঙ্গে দুআয় হাত তুলেছি। রোহিঙ্গা মুসলিম ভাই একত্মবাদের প্রতি আহ্বান জানিয়ে যে সুন্দর দুআ করেছেন তাতে আমি অভিভূত হয়েছি।
৭ ফেব্রুয়ারি জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলন করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বোর্ডকে আরও শক্তিশালী ও পড়ালেখার মান বৃদ্ধির জন্যই এ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর খিলগাঁও- চৌধুরীপাড়ায় বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ এর উদ্যোগে বেফাক কার্যালয়ে জেলা প্রতিনিধি সম্মেলনে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
মুফতি মুহাম্মদ আলীর পরিচালনায় প্রস্তাব পেশ করেন জামেয়া আশরাফুল উলূম খালিশপুর খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম।

তিনি বলেন, বোর্ডের এবং হাইআতুল উলয়ার বিভিন্ন দিক নিয়ে সারগর্ভ ও তাত্বিক আলোচনা করেন।
জামেয়া হেমায়াতুল ইসলাম (টাইটেল মাদরাসা) গড়গাঁও, মৌলভীবাজারের মুহতামিম ক্বারী শামসুল হক বলেন, ক.
বোর্ডের উন্নতির লক্ষ্যে আমানতদারী ও দিয়ানতদারীর বিষয়ে সজাগ থাকতে হবে। খ. অর্থনীতির ক্ষেত্রে সমৃদ্ধ হতে
হবে। গ. পুরস্কারের বিষয়টি নিশ্চিত করতে হবে। ঘ. একজন দক্ষ দফতর সম্পাদক নিয়োগ করতে হবে। ঙ.
হাইআতুল উলয়ায় আমাদের মাদরাসা থেকে নেগরানে আলার ব্যাবস্থা করতে হবে।
নসাশন কওমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বাতেন বলেন, ক. মক্তবের পরীক্ষার জামাত নির্ধারণ করতে হবে।
ময়মনসিংহের জামিয়া আশরাফিয়ার মুহতামিম মুফতি তাজুল ইসলাম কাসেমী বোর্ডের পরীক্ষার মারকায নিয়ে
পুনঃবিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন
সব মাদরাসা পরিদর্শন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন গাইবান্ধা জেলা প্রতিনিধি মাওলানা আব্দুল মাজিদ। দারুল উলূম
বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, আলহামদুলিল্লাহ আকাবিরের আমানতের হেফাযতের জন্য
আল্লাহ তা’আলা বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশকে কবুল করেছেন। যতবেশি মাদরাসা ইলহাক হবে বোর্ড
ততবেশি সমৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ।
এ বোডর্কে তিনি ইলহামী বোর্ড হিসেবেও অভিহিত করেন।
অনুষ্ঠানে সিদ্ধান্তাবলী
ক. ইলহাক বৃদ্ধি ও মুলহাকাহ মাদারিসের সঙ্গে সুসম্পর্ক রাখতে “সফরের কোনো বিকল্প নেই”।
খ. ইলহাকভুক্ত সব মাদরাসার পরীক্ষার্থী নিবন্ধন নিশ্চিত করতে হবে।
গ. ইলহাকের বিষয়টি গুরুত্ব দিতে হবে।
ঘ. সব মাদরাসার পড়া-লেখার মান উন্নত রাখতে হবে।
ঙ. ৭ ফেব্রুয়ারি প্রতিনিধি সম্মেলন ঢাকা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সম্মেলন উদযাপনের সাব-কমিটি
ক. মাওলানা আসআদ আল হুসাইনী- প্রধান আহ্বায়ক।
খ. মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী- যুগ্ম আহ্বায়ক।
গ. মাওলানা আরীফ উদ্দীন মারুফ- যুগ্ম আহ্বায়ক।
ঘ. মাওলানা আব্দুর রহীম কাসেমী- যুগ্ম আহ্বায়ক।
ঙ. মাওলানা শরফুদ্দীন যুগ্ম আহ্বায়ক।

জেলাভিত্তিক আহ্বায়কবৃন্দ:
১. ময়মনসিংহ জেলা আহ্বায়ক: মুফতি তাজুল ইসলাম কাসেমী ও এড. মুফতি জসিম উদ্দিন।
২. কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক: মাওলানা আব্দুল কাইয়ুম খান
৩. রংপুর জেলা আহ্বায়ক: মাওলানা হোসাইন আহমদ
৩. গাইবান্ধা জেলা আহ্বায়ক: মাওলানা আব্দুল মাজিদ
৪. মৌলভীবাজার জেলা আহ্বায়ক: ক্বারী শামসুল হক
৫. খুলনা জেলা আহ্বায়ক: মাওলানা আব্দুশ শাকুর
৬. শরিয়তপুর জেলা আহ্বায়ক: মাওলানা আব্দুল বাতেন
৭. গাজীপুর জেলা আহ্বায়ক: মাওলানা আতিকুর রহমান
৮. মানিকগঞ্জ জেলা আহ্বায়ক: মাওলানা হেলাল আহমাদ
৯. নরসিংদী জেলা আহ্বায়ক: মাওলানা শওকত আলী কাসেমী
১০. মাদারীপুর জেলা আহ্বায়ক: মাওলানা মুস্তাফিজুর রহমান
১১. মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক: মাওলানা নাঈম আহমদ
১২. টাঙ্গাইল জেলা আহ্বায়ক: মাওলানা হুমায়ুন আহমদ
১৩. চাঁদপুর জেলা আহ্বায়ক: মাওলানা মাহমুদ
১৪. বি.বাড়ীয়া জেলা আহ্বায়ক: মাওলানা শফিকুল ইসলাম
১৫. নেত্রকোনা জেলা আহ্বায়ক: মাওলানা আব্দুর রহীম
১৬. শেরপুর জেলা আহ্বায়ক: মুফতি আনছারুল্লাহ
১৭. লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী জেলা আহ্বায়ক: মাওলানা দেলাওয়ার হোসেন সাইফী
১৮. পঞ্চগড় জেলা আহ্বায়ক: মাওলানা ওয়াহীদুল ইসলাম
১৯. বাগেরহাট জেলা আহ্বায়ক: মাওলানা আবু বকর

সফরের যিম্মাদার
# সিলেট, নরসিংদী ও বৃহত্তর ঢাকা- মাওলানা ইয়াহইয়া মাহমুদ
# সিলেট: ক্বারী শামসুল হক এবং মুফতি মোহাম্মদ আলী
# উত্তরবঙ্গ: মাওলানা হোসাইন আহমদ, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী ও মাওলানা শামসুল হুদা খান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *