দাঙ্গায় ধ্বংসপ্রাপ্ত মার্কেট নির্মাণ করে দিচ্ছেন মাহমুদ মাদানী

দাঙ্গায় ধ্বংসপ্রাপ্ত মার্কেট নির্মাণ করে দিচ্ছেন মাহমুদ মাদানী

দাঙ্গায় ধ্বংসপ্রাপ্ত মার্কেট নির্মাণ করে দিচ্ছেন মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দে সেক্রেটারী জেনারেল, জানেশীনে ফেদায়ে মিল্লাত সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী সার্বক্ষণিক তত্ত্বাবধানে দিল্লী দাঙ্গায় জর্জরিত মার্কেট নির্মাণ কাজ শুরু হয়েছে। জানা গেছে, উত্তরপূর্ব দিল্লীর টায়ার মার্কেটের ৬৫টি দোকানের পুনর্নির্মাণ ও ২৫টি দোকানের মেরামতির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় দফতর দিল্লীর বরাতে এ তথ্য জানা যায়। জানা গেছে, জমিয়তে উলামা হিন্দের মহাসচিব মাওলানা মাহমুদ মাদানী এ নির্মাণ কাজের সরাসরি তত্ত্বাবধান করছেন। প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

এর আগে করোনাকালের বিপজ্জনক সময়েও তদন্তের নামে মুসলিমদের গ্রেফতার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান জমিয়ত উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। তিনি এ জাতীয় তদন্ত স্থগিতেরও আহ্বান জানিয়েছিলেন।

তখন দিল্লির দাঙ্গার তদন্তের আড়ালে তালাবন্ধক সত্ত্বেও, জমিয়ত উলামায়ে হিন্দ (সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী) পুলিশ মুসলিম সংখ্যালঘুদের অব্যাহতভাবে গ্রেফতারে স্থগিত চেয়ে আবেদনের শুনানি করা হয়। দিল্লি হাইকোর্ট পুলিশকে পশ্চিমবঙ্গ সরকার ডি কে বসু বনাম ১৯৭৭ মামলায় যে কোনও গ্রেপ্তার বা ভবিষ্যতের কোনও গ্রেপ্তার চালানোর সময় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেন। বিচারপতি সিদ্ধার্থ মুরিদলের বিচারপতি সিংয়ের দ্বি-বিচারকের বেঞ্চ তার আদেশে আরও বলেছিল যে গ্রেপ্তারকৃতরা নিম্ন আদালতে নিয়মিত জামিনের জন্য আবেদন করতে পারে। আগামী শুনানির জন্য আদালত তিন জুনের দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, জমিয়তে ওলামা-ই-হিন্দ তাদের আইনজীবী অনুপ জর্জ চৌধুরী, জুন চৌধুরী, অ্যাডভোকেট নিয়াজ ফারুকী এবং অ্যাডভোকেট তৈয়ব এর সহযোগিতায় ৫ এপ্রিল হাইকোর্টে একটি আবেদন করেছিলেন যাতে বলা হয়েছিল যে এমন সময়ে যখন পুরো দেশটি করোনার ভাইরাসে আক্রান্ত ছিল। দিল্লি পুলিশ ফেব্রুয়ারিতে সাম্প্রদায়িক দাঙ্গার আড়ালে মুসলিম যুবকদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে। আদালতে জামিয়ত উলামায়ে হিন্দ এই সময়ের মধ্যে গ্রেপ্তার হওয়া ৩২ জনের নাম উপস্থাপন করেছে। গ্রেপ্তারকৃতরা জাফরাবাদ, মোস্তফাবাদ, ব্রহ্মপুরীর বাসিন্দা।

Image may contain: outdoor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *