পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গতকাল ১২ই নভেম্বর জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আস’আদ মাদানি মেওয়াতে সফর করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এসময় মাওলানা মাদানীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মাওলানা মাদানীকে স্বাগত জানান মাদরাসা উবাই বিন কাব ঘাসীরার মুহতামীম মাওলানা মুহাম্মদ শের মুহাম্মদ আমিনী। এবং মেওয়াতের দাঙ্গার ক্ষতিগ্রস্থদের জন্য আন্তরিক সেবা প্রদানের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান।
এ সময় মাওলানা মাদানী জমিয়ত কর্তৃক নির্মিত বাড়িগুলো দাঙ্গায় ক্ষতিগ্রস্থদের কাছে হস্তান্তর করে বলেন, দাঙ্গাবাজরা সরকারি বুলডোজারের সাহায্যে এসব বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। এখন আমরা সরকারকে কি রাষ্ট্রীয় সন্ত্রাস বলব? এটা নিঃসন্দেহে গণতন্ত্র ও এই দেশের মুখে কালিমা লেপন ছাড়া কিছু নয়। নিষ্ঠুরভাবে কারো বাড়ি ভেঙ্গে ফেলাকে পৃথিবীর কোনো সভ্য সমাজ ন্যায়বিচার বলতে পারে না।
এ সময় মাওলানা মাদানীর সঙ্গে ছিলেন জমিয়ত উলামা হিন্দের মহাসচিব মাওলানা হাকীমুদ্দিন কাসেমী, জমিয়ত উলামা মেওয়াত হরিয়ানা পাঞ্জাব ও হিমাচল প্রদেশের আহবায়িক মাওলানা ইয়াহিয়া কারিমী, জমিয়ত ওলামা মেওয়াতের সভাপতি ক্বারী আসলাম বদিদভি, জমিয়ত উলামা মেওয়াত হরিয়ানা পাঞ্জাব ও পাঞ্জাবের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমিনী, হাফিজ আসিম আবদুল্লাহ, মুফতি মুহাম্মদ সেলিম সাকরাস, মাওলানা গায়ুর কাসেমী, ক্বারী আহমদ আবদুল্লাহ, মাওলানা আজিমুল্লাহ কাসেমী প্রমুখ।
সূত্র- জমিয়তে উলামায়ে হিন্দ এর অফিসিয়াল ফেসবুক পেইজ
উর্দু থেকে অনুবাদ- তামীম আব্দুল্লাহ