দাজ্জাল পুত্রবধূ মেরে ফেললো শ্বশুরকে; প্রসঙ্গ আত্মহত্যায় বাধা
সুনামগঞ্জ প্রতিনিধি :: জিদের বশবর্তী হয়ে নিজে মরতে না পেরে আত্মহত্যায় বাধা দেয়ায় বয়োবৃদ্ধ সৈইফ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে পুত্রবধূ লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার সকাল ৮টায় উপজেলার রাজনপুর গ্রামে।
নিহত সৈইফ উদ্দিন দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ঘাতক পূত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈইফ উদ্দিনের ছেলে শফিক নূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই বড় জা’র সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করেন। এরই অংশ হিসেবে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেও তার সঙ্গে ঝগড়া হয়।
এ ঘটনার জের ধরে শনিবার ভোরে সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সঙ্গে সঙ্গে থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ঘাতক পুত্রবধূ সোহেনা বেগমকে আটক করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।