দিনাজপুরে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মুক্তিযোদ্ধা

দিনাজপুরে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মুক্তিযোদ্ধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রমনী চন্দ্র রায় (৭০)।

রোববার (২১ জুন) গ্রামের একটি ফাঁকা মাঠের আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রমনী চন্দ্র রায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীনের পর পুলিশ বাহিনীতে যোগদান করে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ থেকে অবসর গ্রহণ করেন।

প্রতিবেশীরা জানান, রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে গ্রামের লোকজন মাঠে গিয়ে আম গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

এলাকাবাসী জানান, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন অবসরপ্রাপ্ত এএসআই।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মো. মাহমুদুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ও সন্দেহ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *