- আদিল মাহমুদ
দিন শেষ হয়ে এলে
ঘন কুয়াশায়, উচুঁ কোনো পাহাড় চূড়ার পিছলে রাস্তায়, বৃষ্টিতে ভিজে, ঝর্ণা ঝরার শব্দ শুনতে শুনতে, শ্যাওলার সোঁদা সোঁদা মোহিনী মায়াতে, উদাসীন আবেগের বশে—হারিয়ে যেতে ইচ্ছে করে।
কিংবা পুরানো আদিবাসী গ্রামে, মহুয়ার রস খেতে খেতে, দ্রিম দ্রিম মাদলের বোলে, মাতাল হয়ে, তালে তালে নেচে, সম্বিত হারিয়ে, রাতকাহনে ঘুমিয়ে পড়ে, রঙিন স্বপ্ন দেখে—সুবহে সাদিকে জাগতে ইচ্ছে করে।
দিন শেষ হয়ে এলে
মুঠো মুঠো লাল আবির ছড়ানো দিগন্তে, সারি সারি ঝাউবন ধারে হাঁটতে হাঁটতে, বালি মেখে সমুদ্রের তীরে, দূর থেকে আছড়ে পড়া ঢেউয়ের বুকে, তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস ছুঁয়ে, কাঁকড়া ও ঝিনুকের দ্রুত আনাগোনা—দেখতে ইচ্ছে করে।
অথবা মানুষের পথ ছেড়ে দূরে, সমুদ্রের সীমানা পেরিয়ে, শন শন বাতাসের গর্জনে, অন্ধকারে গা ভাসিয়ে, পাখির মতো ডানা মেলে, হিম চোখ বুজে, প্রশান্তির নেশায় বুঁদ হয়ে—সপ্তম আকাশ ভেদ করতে ইচ্ছে করে।
দিন শেষ হয়ে এলে
আমার যে সিদরাতুল মুনতাহা বা আরশে আজিমের নিচে বসতে ইচ্ছে করে—!