দিল্লির যমুনা নদীতে ভয়াবহ দূষণ

দিল্লির যমুনা নদীতে ভয়াবহ দূষণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের রাজধানী দিল্লিতে যমুনার পানিতে ভেসে বেড়াচ্ছে সাদা ফেনা। পরিবেশকর্মীরা জানিয়েছেন, যমুনার পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। সে কারণেই এমন ফেনা দেখা যাচ্ছে।

পরিবেশকর্মীরা আরও জানিয়েছেন, কল-কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর পানিতে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। দূষিত নদীতে এভাবে অসংখ্য মানুষের গোসল করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। দীপাবলির আগেই দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছিল। এবার যমুনাতেও দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।

এদিকে যমুনায় দূষণ বেড়ে যাওয়ার কারণে দিল্লিতে খাবার পানি সরবরাহেও প্রভাব পড়েছে বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে। এদিকে যমুনার পানির ভয়াবহ পরিস্থিতি নিয়ে বারবার সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছেন পরিবেশবিদরা।

প্রতি বছরই শীতকালে দিল্লির বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। এর ফলে হৃদরোগ, শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে। এই আবহে দীপাবলিতে দিল্লিতে সব ধরনের বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত। তবে তারপরেও রাজধানীর বায়ুতে দূষণের হার গুরুতর অবস্থায় পৌঁছেছে। ‘সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং রিসার্চ’ জানিয়েছে, গত শনিবার রাতে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৩৭।

বায়ু দূষণের পাশাপাশি এবার পানি দূষণের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ দিল্লিবাসী। এর উপর শুরু হয়েছে আম আদমি পার্টি এবং বিজেপি নেতাদের বাকযুদ্ধ। একে অপরের ঘাড়ে দোষ চাপাতে মরিয়া হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *