নূরের রবি
তুমি এক নূরের রবি
মরু সাহারার
খোদার রাহে পথ দেখালে
সকল পথ হারার।
যে পথে রয়েছে শান্তি
চির মুক্তির পথ
সে পথে চলতে মোদের
যুগিয়েছ হিম্মত।
রীতি…
সবুজ শ্যামল দুর্বাঘাসে
বসছে শিশির মেলা,
ভোরের আলোয় হাসছে দেখ
করছে কেমন খেলা।
হঠাৎ দেখা শিশির গুলি
চক চকে তার রূপ,
বিন্দু বিন্দু জলের কণা
লাগছে অপরূপ।
একটু পরেই দিনমণিটা
আসলো যখন তেড়ে,
শিশিররা সব চলে গেল
দুর্বাগুলো ছেড়ে।
একা একা দুর্বাগুলো
বসে আছে ঠাঁই,
মন মাতানো শিশিরগুলো
এখন আর নাই।
ওরা ছিল দূর নীলিমার
ক্ষণিক দেখা অতিথি,
তুমিও আজ ওদের মতো
বেছে নিলে এ রীতি।