পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যক্তি হিসেবে আখ্যা দেয়া হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। সম্প্রতি রাসিদ নিউজ নেটওয়ার্ক নামে একটি সংস্থার জরিপে তিনি সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।
মিসরের মুসলিম ব্রাদারহুডঘেঁষা এ অনলাইনটি ২০১১ সালের ২৫ জানুয়ারির গণবিপ্লবের পর প্রতিষ্ঠা করা হয়। আরববিশ্বে এ অনলাইনটির বেশ জনপ্রিয়তা রয়েছে।
জরিপে তিন লাখের বেশি লোক অংশ নিয়েছেন। এর মধ্যে এরদোগানের পক্ষে পড়েছে ৭৭ শতাংশ ভোট। কাজেই গত বছরের সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এরদোগানকে। এতে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষে পড়ে ৫২ শতাংশ ভোট।