৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

দুবাইতে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত এবং নয়জন আহত হয়েছে।

দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে শনিবার দুপুরে দুবাইয়ের আল রাস এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে বলে জানায় দ্য গালফ নিউজ।

মুখপাত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ছয় মিনিটে সেখানে পৌঁছায় সিভিল ডিফেন্স। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা পৌনে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ জানিয়েছে যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রীর অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত করছে ফায়ার সার্ভিস।

এদিকে নিহতদের শনাক্তে কাজ করছে দুবাই পুলিশ। নিহতদের মধ্যে ৪জন ভারতীয়, যার মধ্যে কেরালার এক দম্পতি এবং তামিলনাড়ুর দুইজন পুরুষ রয়েছে বলে জানান ভারতীয় সমাজকর্মী নাসির ভাতানাপ্পলি। এছাড়া ৩ জন পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ান মহিলাকেও শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

ইতিমধ্যে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করছে দুবাই সরকার।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com