দেওবন্দিয়্যাত চর্চায় জমিয়ত কাজ করছে : আল্লামা মাসঊদ

দেওবন্দিয়্যাত চর্চায় জমিয়ত কাজ করছে : আল্লামা মাসঊদ

আদিব সৈয়দ ● দেওবন্দিয়্যাত চর্চাই বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। তিনি বলেন, অসম্প্রদায়িক উদার নীতি-আদর্শের ভিত্তির উপরই দেওবন্দ প্রতিষ্ঠিত। দেওবন্দ প্রতিষ্ঠার পূর্বসূরিরাই ইংরেজ খেদাও আন্দোলনে ভূমিকা রেখেছে।

বুধবার সকাল দশটায় হিলি মাদরাসায় উলামা সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

জমিয়ত সভাপতি বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা সামাজিক কাজের মাধ্যমে দেওবন্দিয়াত চর্চা করছে। এ দেশের কওমি অঙ্গনের স্বার্থ নিয়ে কাজ করছে।

উলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মাওলানা শামসুল হুদা খান, মাওলানা উবায়দুল মতিন,মাওলানা  হুসাইন আমহদ, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *