পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ববিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ, ভারত-এর মজলিসে শুরা (গভর্নিং বডি) এর সদস্য হলেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি, হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
গতকাল সন্ধ্যায় দারুল উলূম দেওবন্দের মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী।
মাওলানা মাহমুদ মাদানী ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। দারুল উলূম দেওবন্দ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বশীল সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দে যোগদান করেন। ২০০১ সালে তিনি জমিয়তের কনিষ্ঠতম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০২১ সালে এই শতবর্ষী সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের সংসদ সদস্যও ছিলেন।
মাওলানা মাহমুদ মাদানী তাঁর পিতা, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী হতে ইজাযত লাভ করেন। বাংলাদেশসহ সারা বিশ্বে তাঁর অসংখ্য ভক্ত ও অনুসারী রয়েছে।
আরও পড়ুনঃ বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মাহমুদ মাদানী : আল্লামা মাসঊদ