২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

দেখতে দেখতে সন্ধ্যা

 

  • আরিফুল হাসান

দেখতে দেখতে সন্ধ্যা

তোমার পিঠ দেখতে দেখতে ঢুকে যাচ্ছি সন্ধ্যার ভেতর
লালরঙা কাঁকড়া-ব্যান্ডে হাফ পনিটেইল স্টাইলে
হুডখোলা রিকশায় বাতাসে উড়ছে তোমার চঞ্চল চুল।
তুমি যাচ্ছো, আমি যাচ্ছি তোমার পেছনের রিকশায়
যেতে যেতে দেখি, সন্ধ্যা ও কেশের অন্ধকার ঠেলে
শরতের একফালি চাঁদ ফুটে আছে তোমার পিঠের আকাশে

মনবাহনে

দুপুরের বাসে চড়েছে মেঘ
তুমি চড়েছো মনের বাহনে
আঁজলা ভরে করবো পান
বৃষ্টিদুপুর একসাথে।
পিচের পথিকে ভুল দেখে
মেঘ নয় সেটা সোনা রোদ
লেকের জলেতে ছায়া পড়ে
তুমিই প্রথম প্রেমের শোধ।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com