পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দ্বিতীয় পাতাল রেলের নির্মাণকাজ শুরু হবে। সাভারের হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত পাতাল রেলের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, নির্মাণকাজ উদ্বোধনকে সামনে রেখে বৈঠক চলছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা প্রয়োজন। তবে জুলাইয়ে পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধনকে সামনে রেখে এগিয়ে চলছে এমআরটি লাইন ৫ নর্দার্ন রুটের কাজ। ইতোমধ্যে জমি অধিগ্রহণ ও অধিগ্রহণ করা জমির নামজারি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০১৮ সালের মধ্যে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণে এমআরটি লাইন ৫ নর্দার্ন রুট প্রকল্পের কাজ চলছে। ২০ কিলোমিটার দীর্ঘ রুটের মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ৬ কিলোমিটার উড়াল স্থাপনা নির্মাণ করা হবে। এতে থাকবে ১৪টি স্টেশন, যার মধ্যে ৯টি পাতাল এবং ৫টি উড়াল স্টেশন।
কাজের অগ্রগতি
কর্মকর্তারা জানান, ইতোমধ্যে এমআরটি লাইন ৫ নর্দার্ন রুটের ফিজিবিলিটি স্টাডি এবং বেসিক ডিজাইনের কাজ সম্পন্ন হয়েছে। তবে ডিটেইল ডিজাইনের কাজ অব্যাহত রয়েছে। এপ্রিল পর্যন্ত প্রকল্পের ডিটেইল ডিজাইনের ৮০% অগ্রগতি হয়েছে।
হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজের দরপত্রের আর্থিক মূল্যায়ন শেষে দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সম্মতিও পাওয়া গেছে। বর্তমানে ডিএমডিসিএলের বোর্ড সভায় অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনার জন্য প্রক্রিয়াধীন।
হেমায়েতপুর ডিপো ও ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ৯৯.২৫ একর জমি অধিগ্রহণে প্রাক্কলিত অর্থ বাবদ প্রায় ৯৩৪ কোটি ৮৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অধিগ্রহণ করা জমি ২০২২ সালের ৩ অক্টোবর দখলে নেওয়া হয় এবং ২০ অক্টোবর ৯৯.২৫ একর জমির গেজেট প্রকাশিত হয়। ইতোমধ্যে জমির নামজারি সম্পন্ন হয়েছে। এপ্রিল মাসের শেষ পর্যন্ত জমি অধিগ্রহণ (হেমায়েতপুর ডিপোর) সার্বিক অগ্রগতি ৮৫%।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এম ছিদ্দিক বলেন, এমআরটি লাইন ৫ নর্দার্ন রুটের নির্মাণ কাজ আগামী জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। উড়াল এবং পাতাল স্টেশন নির্মাণ হচ্ছে সেজন্য সব বিষয় মাথায় রেখেই স্টাডি করে এর নির্মাণ কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হবে।
লাইন ৫ নর্দার্ন রুটের ম্যাপ
হেমায়েতপুর ডিপো থেকে বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলী, দারুস সালাম, মিরপুর ১, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত, বনানী, গুলশান ২, নতুন বাজার, ভাটারা। হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়াল স্টেশন থাকবে। তারপর মাটির নিচ দিয়ে পাতাল হয়ে গাবতলী বিভিন্ন রুট হয়ে নতুন বাজার পর্যন্ত মাটির নিচ দিয়ে যাবে এবং ভাটারায় গিয়ে উড়ালে সংযোগ হবে।
অন্যান্য মেট্রোরেল প্রকল্প
২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন সিক্স মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, এ বছরের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন ১ বিমানবন্দর রুট ও পূর্বাচল রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন।