দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তদন্ত হবে : তথ্যমন্ত্রী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তদন্ত হবে : তথ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে।’

চট্টগ্রামের সিটিভি কেন্দ্র চত্বরে শনিবার (২৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) যেভাবে চিঠি দিয়ে সাহায্য বন্ধের কথা বলেছে, সেটি দেশবিরোধী দেশদ্রোহী কাজ। তারা যে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে। খুঁজে বের করে অবৈধ অর্থ কোথা থেকে গেল, কীভাবে গেল, কারা দিল, সেগুলো খুঁজে বের করা হবে। সুতরাং, এটা নিয়ে তদন্ত হবে, তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাও হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে মত প্রকাশের পাশাপাশি গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করছে।’ সরকারি উদ্যোগে সব বিভাগে একটি করে টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সকালে একবার সরকারের বিরুদ্ধে কথা বলে, বিকালে একবার বলেন, এবং সন্ধ্যায় একবার বলেন। দিনে তিনবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বলেন আমাদের মত প্রকাশের স্বাধীনতা নেই, যেটি হাস্যকর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি, আমাদের দেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে অনেক উন্নয়নশীল দেশে সেটি নাই। কারণ আমরা মনে করি একটি গণতান্ত্রিক এবং বহুমাত্রিক সমাজব্যবস্থার জন্য, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *