দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে : চরমোনাই পীর

দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, এমনকি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্তও নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন।

সোমবার (২২ মে) খুলনার গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম (রহ.) ফাউন্ডেশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের উদ্যোগে ‘দেশের চলমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বাধীনতার ৫২ বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। দুর্নীতিবাজদের বর্জন করে রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ওলামা সম্মেলনে চরমোনাই পীর আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আলেম সমাজের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি ও সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা রফিকুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সালেহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *