নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের মানুষ সুখ-শান্তিতে আছে। তাই এখন তিনি পরম তৃপ্তি নিয়ে পৃথিবী ছাড়তে পারবেন।
রোববার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামগঞ্জে এখন আর হাড্ডিসারশূন্য মানুষ পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলেও গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছে। রাজধানী অথবা সিলেটে বিমান অবতরণের আগে জানালা দিয়ে নিচে তাকালে উন্নয়নের চেহারা দৃশ্যমান হয় অবলীলায়।’
‘এসব কারণে আমার ফিলিংসটা হল- অবশেষে যখন যাবই এ পৃথিবী থেকে, তখন পরম তৃপ্তি নিয়ে যাব যে দেশের মানুষ সুখ-শান্তিতে রয়েছে।’
শেখ হাসিনার নেতৃত্বে টানা ১০ বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেন মুহিত।
তিনি বলেন, ‘প্রবৃদ্ধির হার স্থিতাবস্থায় রাখার পাশাপাশি বৃদ্ধিতেও সক্ষম হয়েছি আমরা। এসব কারণে বলতে পারি- ২০১৪-১৫ সাল থেকে আমার মনে একটা দারুণ তৃপ্তি এসেছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘যে স্বপ্ন দেখতাম, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, যা নিয়ে একসময় অনেকে হাসিঠাট্টা করত, অথচ এখন আমরা সেই সোনার বাংলার পথেই রয়েছি।’
২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও মহাজোট দায়িত্ব নেয়ার পরবর্তী ১০ বছরকে বাংলাদেশের জন্য স্বর্ণযুগ আখ্যা দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আরেকবার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে দারিদ্র্যসীমা ১২ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে; চরম দারিদ্র্যের হার কমে ৭ শতাংশে নামবে।
‘আর এই ৭ শতাংশের অধিকাংশই হবে চলাচলে অক্ষম কিংবা কাজে অক্ষম জনগোষ্ঠী, যাদের সরকার অর্থ-সহায়তা দেবে।’
‘বুদ্ধিতে, কৌশলে ও জনকল্যাণে শেখ হাসিনার মতো এমন আরেকজন নেতা পৃথিবীতে পাওয়া বড় কষ্টকর’ বলে উল্লেখ করেন আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং সাবেক স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন।