দেশের মোট জনসংখ্যার ২.৮০ শতাংশ ব্যক্তি প্রতিবন্ধী

দেশের মোট জনসংখ্যার ২.৮০ শতাংশ ব্যক্তি প্রতিবন্ধী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের জনসংখ্যার ২.৮০ শতাংশ প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। একই সঙ্গে ৭.০৭ শতাংশ ব্যক্তি ফাংশনাল ডিফিকাল্টি নিয়ে বাস করছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ-২০২১ এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়েছে, নারীদের তুলনায় পুরুষের মাঝে এবং শহর এলাকার তুলনায় গ্রামীণ এলাকায় প্রতিবন্ধিতা ও ফাংশনাল ডিফিকাল্টি দুটোই বেশি। শিশুদের বিশেষ করে যোগাযোগ ও মনে রাখার ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের হাঁটা, মনে রাখা ও যোগাযোগের ফাংশনাল ডিফিকাল্টি রয়েছে। শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থতা, একাধিক প্রতিবন্ধিতা এবং দৃষ্টি, শ্রবণ ও বাকশক্তির বৈকল্য প্রভৃতি প্রতিবন্ধিতার উল্লেখযোগ্য ধরন।

বিবিএস জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ধেকই আনুষ্ঠানিক শিক্ষাবিহীন এবং তাদের খুব অল্পই উচ্চশিক্ষায় শিক্ষিত। বয়সের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের তুলনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনায় গড়ে ২.৩৮ বছর পিছিয়ে থাকে।

পরিসংখ্যান ব্যুরো আরও জানায়, ১৫-৬৫ বছর বয়সী প্রতিবন্ধীদের প্রতি তিনজনে একজন কাজে নিয়োজিত। যাদের অধিকাংশই আত্ম-কর্মসংস্থান ও খানার কর্মে যুক্ত। প্রতি তিনজন প্রতিবন্ধীর মধ্যে একজন প্রতিবন্ধী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। প্রতি দুইজনে একজন প্রধানত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এছাড়া প্রতি তিনজন প্রতিবন্ধীর একজনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন রয়েছে। যাদের নিবন্ধন রয়েছে তাদের প্রায় সবাই কখনো না কখনো সরকারি প্রতিবন্ধী ভাতা পেয়েছে।

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *