৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় যে ক’জন রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে তাদেরও বের করে দেওয়া হবে।
নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, রাশিয়ার জাহাজ পণ্য খালাস না করে ফিরে গেছে। সেই মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য দ্বিতীয় আরেকটি স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন করেন মন্ত্রী।