দেশে করোনায় ফের মৃত্যু ও শনাক্ত বেড়েছে

দেশে করোনায় ফের মৃত্যু ও শনাক্ত বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে এক দিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩১০ জন। এর আগে সোমবার ২৫ জনের মৃত্যু এবং এক হাজার ২১২ জন রোগী শনাক্ত হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৫০৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ১৮৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৭০ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৯৮৭, ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ১৩৪, রাজশাহীতে ৪৪, রংপুরে ১৯, খুলনায় ৭০, বরিশালে ১৮, সিলেটে ২৬ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ৫, বরিশালে ২, সিলেটে ০, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *