দেশে কোটিপতির সংখ্যা লাখ ছাড়াল

দেশে কোটিপতির সংখ্যা লাখ ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে কোটিপতির সংখ্যা আবারো বেড়ে গেছে। বছরের ব্যবধানে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৮৬ জন। এ নিয়ে দেশে মোট কোটিপতি আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৯৭৬। ২০২০ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯০টি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য জানা গেছে। এতে বলা হয়, ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকার আমানতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮৩টি। ৫ কোটি থেকে ২০ কোটি টাকার মধ্যে ১৭ হাজার ৯টি হিসাব রয়েছে।

এ ছাড়া দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ২০ কোটি থেকে ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর সংখ্যা রয়েছে ৫ হাজার ৮৪টি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে গেল বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব খোলা হয় ১২ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৯৩৪টি। এসব হিসাবের বিপরীতে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ লাখ ১২ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে শুধু কোটি টাকার হিসাবগুলোতে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৫ কোটি টাকা জমা হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২০ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলোতে মোট আমানতের স্থিতির পরিমাণ ছিল ১৩ লাখ ৭৯ হাজার ১৫০ কোটি টাকা। ওই সময় কোটিপতি ব্যাংক হিসাবগুলোর বিপরীতে ৫ লাখ ৯৫ হাজার ২৮৬ কোটি টাকা জমা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *