২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খাদ্যের চাহিদার পরিমাণ উৎপাদনের চেয়ে কম হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে সংসদে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খ্যাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন এবং খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য বেগম শামসুন নাহার।

একই দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার জানান, বর্তমানে (৩০-০১-২০২৩ পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত জবাবে খাদ্য মন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ, ২০২২-২০২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com