১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে বন্যাকবলিত এলাকায় বিভিন্ন রোগ ও অপঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় ১৭ হাজার ৬৪০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৮ জনের। এরমধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৯১ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য রোগে ৯ জন মারা গেছেন।
বন্যায় সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৭ জন, নেত্রকোণায় ১৯ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।