পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এক বছরে ভোটার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ বা ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৮ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে। রোববার সকালে নির্বাচন ভবনে তার দফতরে খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় যারা ভোটার, তারাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
তবে এই তালিকায় বাদ বা কোনো সংশোধন থাকলে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আপত্তি জানাতে হবে। ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে। দেশের সব উপজেলাতে খসড়া তালিকা টানানো হবে।
সচিব বলেন, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন পুরুষ এবং ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন মহিলা। আর ৮৩৭ জন হিজড়া এই ভোটার তালিকায় রয়েছেন।
গত ২০২২ সালে ভোটার ছিল মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।