পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মমতাজিয়া দরবার শরীফের পীর আল্লামা শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমাম মহিব।
প্রতিমন্ত্রী বলেন, আগে অনেক সরকার এসেছে এবং তারা অনেক কথা বলেছে। আজকে বাংলাদেশের ৬৪ জেলায় বহুবিধ সুবিধাসম্বলিত মসজিদ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, আগে কেউ এটা চিন্তাও করেনি। জেলা পর্যায়ের ধারাবাহিকতায় প্রতিটি উপজেলাতেও মডেল মসজিদ নির্মিত হচ্ছে।
তিনি বলেন, এ সরকার মাদরাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। আগের সরকারগুলো কেবল প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই করেনি।
প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণে বলা কথাগুলো অনুসরণ করলে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।
আগামীর বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে চলে এবং ধর্মকর্ম পালনের পথ আরো সুগম হয় সেজন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানান তিনি।