২৫শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৬ অক্টোবর ৯৭, কলকাতা নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের আয়োজিত সভায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র #ডঃ_শিশির_বসু তাঁর বক্তব্যে বলেন-
আমি গোপনে আমার কাকা মশাই ( নেতাজী সুভাষ চন্দ্র বসু ) কে গাড়িতে তুলে দিয়ে ছিলাম। সেই গোপন যাত্রাকালে তিনি আমাকে বলেছিলেন আমি জমিয়তে উলামায়ে হিন্দের পূর্বসূরিদের নির্দেশ অনুযায়ী ইউরোপ যাচ্ছি। আপনারা জেনে রাখুন নেতাজী সুভাষ চন্দ্র বসু এদের দ্বারাই প্রভাবিত হয়ে ছিলেন।
দেশভাগের বিষয়ে আমি একজন হিন্দু হয়েও পরিষ্কার ভাবে বলতে চাই যে, ভারত ভাগের জন্য মুসলমানরা দায়ী নয়।
নিষ্ঠুর হলেও অপারেশন সত্য কথাই আমি আপনাদের সামনে জানাচ্ছি যে, জমিয়তে উলামায়ে হিন্দ সবসময়ই দেশ ভাগের বিরোধীতা করেছে। কোনও দিনই তা সমর্থন করেননি। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদিগকে চিরদিনই কেবল স্বীকৃতি দেবে না বরং অভিনন্দিত করবে।
জমিয়তে উলামায়ে হিন্দ জিন্দাবাদ।