দেড় মাস পর ক্লাস শুরু প্রাথমিক বিদ্যালয়ে

দেড় মাস পর ক্লাস শুরু প্রাথমিক বিদ্যালয়ে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেড় মাস বন্ধ থাকার পর আজ বুধবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীর ক্লাস শুরু হচ্ছে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত ২২ ফেব্রুয়ারি খুললেও প্রাথমিকের ছুটি ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। তবে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধই থাকবে। আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগমনের সিদ্ধান্ত নেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সব বিদ্যালয় দুই পালায় পরিচালিত হবে। তবে শ্রেণি কার্যক্রম শুরুর আগে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন নিয়ম করে যে সমাবেশ (পিটি) হতো, তা আপাতত হচ্ছে না।

এছাড়াও একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। এ ছাড়া করোনার টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক–কর্মচারী বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *