২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

দোনেৎস্কে রুশ হামলায় ৬০ ইউক্রেনীয় সেনা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় দোনেৎস্কে ৬০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। সোমবার থেকে মঙ্গলবার এ হামলা চালানো হয়।

মঙ্গলবার ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স, সিএনএনের।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও রুশ সেনাদের যৌথ অভিযানের ফলে শত্রুর নিম্নলিখিত অস্ত্র এবং সামরিক সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রয়েছে দুটি স্বচালিত আর্টিলারি সিস্টেম, ১২টি ট্যাংক, ২০টি সাঁজোয়াযান এবং মোটরসাইকেল।

প্রেস অফিস টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘শত্রুর চারটি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করা হয়েছে। শত্রু বাহিনীর ৬০ সেনা নিহত হয়েছেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com