দ্বাদশ নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে : চরমোনাই পীর

দ্বাদশ নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সঙ্কট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে দলের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ আহ্বান করেছেন তিনি।

রোববার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে গভীরতর সংকটে নিপতিত। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে এ থেকে উত্তরণের জন্য আমরা জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি।

মুফতি রেজাউল করীম বলেন, বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী মঙ্গলবার জাতীয় সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রসঙ্গত, জাতীয় সরকার ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *