২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বৈশ্বিক অর্থনীতি সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুইজার-ল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এই আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিসটালিনা জর্জিভা এক বিবৃতিতে বলেন, সম্ভবত আমরা নানা দুর্যোগ ও বিপর্যয়ের এক মিলিত অবস্থানের মুখোমুখি হয়েছি। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক হয়ে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এ কারণে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার থমকে গেছে। মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে।
এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রাক্কালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় চলতি বছর নতুন করে বিশ্বের ২৬ কোটি ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। সংস্থাটি বলেছে, ২০২০ সাল থেকে বিশ্বে নতুন করে ৫৭৩ জন বিলিওনেয়ার হয়েছে। তারা করোনা মহামারির সময় বিলিওনেয়ার হওয়া লোকদের ওপর আরো কর আরোপের আহ্বান জানিয়েছে।