২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেদারল্যান্ডসের রাজধানী দ্য হ্যাগে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই নিন্দা জানায়।
সম্প্রতি উগ্র ডানপন্থীরা দ্য হ্যাগে পবিত্র কোরআনের অবমাননা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।