৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

নগদ ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না মানি এক্সচেঞ্জ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছে, বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ব্যবসায়িক দিনের শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তাৎক্ষণিক কার্যকরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে একটি মানি এক্সচেঞ্জার নগদ ২৫ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্যের বেশি রাখতে পারবে না।

যদি তাদের নগদ ডলারের পরিমাণ এই সীমার বেশি হয় তবে দিন শেষে ওই প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা দিতে হবে। উক্ত অ্যাকাউন্টের ব্যালেন্স কখনোই ৫০ হাজার ডলার বা তার সমতুল্যের বেশি হবে না।

দেশে ডলারের কারসাজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন সাতটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ডলার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে ৪২টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

দেশে একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার প্রতিষ্ঠা করা এই নির্দেশিকাটির লক্ষ্য।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com