- মুক্তি মণ্ডল
নতুন করে উঠে দাঁড়াবে মানুষ
নতুন করে উঠে দাঁড়াবে মানুষ
প্রকৃতির গর্ভে বিলীন হয়ে লতাগুল্মের রূপকে
জেগে উঠবে আবারও
বৃক্ষের ছালচামড়ায় রোদ পড়লে
হেসে উঠতে চাইবে নানারঙের পাতাদের সম্ভার
তখন মনে হবে ঠিকই
মানুষেরই উপমা এসব
সবুজ ভুবনের সমস্ত চরাচর জুড়ে
বয়ে যাবে হাওয়া
শীতঘুম থেকে ফিরে আসবে
মাটির অভ্যন্তরে লুকিয়ে থাকা সজল মায়া
সৃষ্টির কণায় কণায় নেচে উঠবে
মানুষের দেহচূর্ণের সমস্ত বিলাপ
দূরত্ব কমে যাওয়ার কারণ জানা নেই
শুধু প্রতীক্ষার প্রান্তরেখায় জমিয়ে রাখি মেঘ
ধ্যানস্থ পাখিদের দিকে
বাড়িয়ে দেয়া হাতে
তোমার ফেরার বার্তা ওড়ে
নীরবে উচ্চারিত ভোরের সমস্ত কৌমধ্বনি
যেন তোমাকে জাগিয়ে তোলে
এ সঙ্কেত প্রত্যহ পাঠাই ভাবনা দৃশ্যের অন্তরালে
তুমি টের পাও
অনুচ্চারিত ইশারা রেহেলে মূর্ত হয়ে ওঠে
শরীর জুড়ে ঘুমিয়ে থাকা স্মৃতির আপেল