নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নতুন মন্ত্রিসভা প্রথম বৈঠকে বসছে সোমবার। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেছেন, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক হয়।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *