নবীজীকে নিবেদিত কবিতা

নবীজীকে নিবেদিত কবিতা

নবীজীকে নিবেদিত কবিতা

ফরীদ উদ্দীন মাসঊদ

১.

হে রাসূল
ফেলে দিও না
ছেড়ে যেও না
সম্বলহীন পাথেয় বিহীন
আমি দেওয়ানা।

তোমার তো ওগো আছে বহু জন
আমার তো কেউ নেই কেউ নেই
পাগল আমি তোমারি দেওয়ানা।

হে রাসূল, ওগো প্রিয়
ফেলে দিও না
ছেড়ে যেও না।

২.

তোমারই নাম জপি ওগো
তোমারই নাম
তোমারই নাম, তোমারই নাম।

সে নামেরই রোশনীতে আজ
উজল হৃদয় নতুন সাজে
জীবন পায় গো সৃষ্টি জগত
সজীব হয় গো দুনিয়া তামাম।

তোমারই নাম জপি ওগো
তোমারই নাম
তোমারই নাম, তোমারই নাম।

৩.

মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এক অগ্নি শিখা
সাহারার উত্তপ্ত লু হাওয়া।

সকল অমঙ্গলের
অন্যায়ের
মৃত্যু ভয়েরে করি নাশ

দুস্তর এক প্রতিরোধের প্রতিভূ হয়ে
একমাত্র একা দাঁড়িয়ে ছিলে।

৪.

নাই কোন বাধা নাই অবরোধ
ভেঙ্গে গেছে আজ সব প্রতিরোধ
তোমাতে আমাতে নেই ব্যবধান
সব কিছু আজ মিশে গেছে দোহে
বিন্দুতে হেরি মহাসিন্ধু
সকলি নাশিছে উছসী ভোর
প্রেম নাশা সব ধুলিস্যাত।

নাই কোন বাধা নাই অবরোধ
ভেঙ্গে গেছে আজ সব প্রতিরোধ।

৫.

সুন্দর পৃথিবী চাই
চাই আলোর প্রভাত
ভালোবাসা সিন্ধু চাই
চাই আরো নূরের প্রপাত।
তুরের পাহাড় চাই
চাই মমতার বাতাস
তারার জৌলুস চাই
চাই আরো সোনালী আকাশ।

নূর এলো, আরো এলো প্রেমময় মহিমার দিন
নবী এলো, এলো আজ রাহমাতুল্লিল আলামীন।

চেতনার উষ্ণতা চাই
চাই আরো সুখময় দিন
পবিত্র সৌরভ চাই
চাই আরো শান্তির চিন।
কর্মময় জীবন চাই
চাই হাশরের নাজাত
পূণ্যময় আয়ূ চাই
চাই জান্নাতের রাহাত।

তাই এল, এল ওই আকাশচারী আলোর শাহীন
মুক্তির রাহা দিতে এল নবী, শফীউল মুযনিবীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *