নবীজী ছিলেন মানবতার নবী : আরীফ উদ্দীন মারুফ

নবীজী ছিলেন মানবতার নবী : আরীফ উদ্দীন মারুফ

হাফিজ আবদুল্লাহ : (নিউইয়র্ক থেকে) বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ পৃথিবীতে আগমন করেছেন নির্যাতিত – নিপীড়িত গোটা মানবজাতির মুক্তির সনদ নিয়ে । উত্তম আদর্শ , একনিষ্ঠতা ও বিনয়ী এবং দৃঢ় মনোবল এর মাধ্যমে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক অনুকরণীয় মহা নায়ক ছিলেন। যত দিন তাঁর অনুসৃত পথে মানুষ চলবে ততদিন পথ হারা হবে না । রাজধানীর কাকরাইলের সার্কিট হাউস জামে মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফ রোববার নিউইয়র্ক এ্যস্টুরিয়া শাহজালাল মসজিদে স্থানীয় সময় বাদ মাগরিব এ কথাগুলোই তুলে ধরেন। আমেরিকা প্রবাসী প্রবীন আলেম মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাত মাহফিলে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমসহ সমস্ত মুসলিম জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় ।

উল্লেখ্য, মাওলানা আরীফ উদ্দীন মারুফ নিউইয়র্ক জ্যামাইকা, জ্যাকসন হাইট্স ও ডালাসে সীরাত মাহফিল এবং বিভিন্ন ইসলামিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে গত ২৭ নভেম্বর ঢাকা ত্যাগ করেন । আগামী ১৩ ডিসেম্বর তার ঢাকা ফেরার কথা রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *