নাইজারে তুরস্কের ৯টি মসজিদ উদ্বোধন

নাইজারে তুরস্কের ৯টি মসজিদ উদ্বোধন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বিভিন্ন এলাকায় একইসাথে ৯টি মসজিদের উদ্বোধন করেছে তুরস্ক।

সোমবার দেশটির এনজিও আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন এই তথ্য জানায়।

নতুন এই মসজিদগুলোতে সৌর বিদ্যুতেরও ব্যবস্থা করেছে তুর্কি দাতব্য সংস্থাটি।

প্রতিটি মসজিদে কুরআন শিক্ষাদানের মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে এবং উচ্চমানের মাইকিং সিস্টেম ব্যবস্থার পাশাপাশি সেখানে পবিত্র কুরআন ও কার্পেট উপহার দেয়া হয়েছে।

আশা করা হচ্ছে, এসব মসজিদে নাইজারের হাজার হাজার মুসল্লি ইবাদত করবেন। সেজন্য আগামী দুই বছরের জন্য প্রতিটি মসজিদের ইমামদের জন্য নির্দিষ্ট ভাতাও প্রদান করেছে আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, বিশ্বের যেকোনো প্রান্তের অসহায় ও মজলুমদের সহায়তায় তারা প্রস্তুত।

সূত্র : আনাদোলু এজেন্সি ও আরটি ডট এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *