পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। গতকাল রোববার মুশু গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ হামলার ব্যাপারে নাইজেরিয়ার সেনাবাহিনীর মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলটি ‘মধ্যবলয়’ নামে পরিচিত। সেখানে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক শ মানুষের প্রাণ গেছে।
গত মে মাসে সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতে ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
এসব সহিংসতাকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণও এসব সংঘাতের অন্যতম কারণ।