৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্য নাইজেরিয়ার নাসারাওয়া এবং বেনু রাজ্যের সীমান্তে রুকুবি গ্রামে বোমা বিস্ফোরণে ২৭ ফুলানি পশুপালকের একটি দল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

নাসারাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র রামহান নানসেল জানান, স্থানীয় পুলিশ কমান্ড অন্যান্য নিরাপত্তা সংস্থা এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে বোমা বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে এবং অপরাধীদের গ্রেফতার করতে।

নানসেল আরও জানান, এটা দুর্ভাগ্যজনক যে এমন ঘটনা ঘটেছে। ডোমা স্থানীয় সরকার এলাকায় বোমা বিস্ফোরণে ২৭ জন পশুপালক নিহত হয়েছেন। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি চব্বিশ ঘণ্টা কাজ করছে কী কারণে এই হামলা হয়েছে এবং জড়িতদের খোঁজে বের করার জন্য।

নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে বিস্ফোরণের বিষয়ে বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিদের গ্রেফতার করা এবং বিচারের মুখোমুখি করা নিশ্চিত করা হবে।’

তিনি রাজ্য জুড়ে সমস্ত ফুলানি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, রাজ্য সরকার নাসারাওয়া-বেনু সীমান্তে লোকেদের উপর লাগাতার আক্রমণের স্থায়ী সমাধান খুঁজতে বেনু রাজ্যের কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

সুলে বলেন, ‘রাজ্য সরকারের পক্ষ থেকে, আমি বোমা হামলায় নিহতদের জন্য রাজ্য জুড়ে ফুলানি জনগণের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই এই ধরনের অপরাধীদের রাজ্য সরকার খুব দ্রুত খোঁজে বের করবে।’

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com