৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নাইজেরিয়ায় মার্কিন গাড়ি বহরে হামলায় নিহত ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকার নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় কনস্যুলেটের দুই কর্মী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৬ মে) দেশটির দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে এ ঘটনা ঘটেছে।

রাজ্যের পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ‘হামলাকারীরা পুলিশের দুই সদস্য এবং মার্কিন কনস্যুলেটের দুইকর্মীকে হত্যা করেছে। এরপর মৃতদেহ ও তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ব্যস্ত সড়কের পাশে হামলার ঘটনা ঘটে। অ্যানামব্রা পুলিশের মতে, দেশজুড়ে যেসব বিচ্ছিন্নতাবাদীরা সহিংসতা চালাচ্ছে তারাই দায়ী।

পুলিশ কর্মকর্তা ইকেঙ্গা তোচুকউ জানান, খবর পাওয়া মাত্রই ছুটে আসে নিরাপত্তা বাহিনী। হামলাকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে দুই পুলিশ সদস্য এবং গাড়ির চালককে অপহরণ করে।

এ ঘটনায় হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, দেখে মনে হচ্ছে মার্কিন গাড়ি বহরে হামলা হয়েছে। তবে এতে কোনও মার্কিন নাগরিক জড়িত বলে মনে হয় না। হতাহতের বিষয়ে আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে ওই এলাকায় ইতোমধ্যে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। সূত্র: সিএনএন, আল জাজিরা

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com