পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবীতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে রিট পিটিশন দাখিল করেছে জমিয়তে উলামা হিন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী নির্দেশে সুপ্রিমকোর্টে এ রিট পিটিশন দাখিল করা হয়েছে।
জমিয়তে উলামা হিন্দের অফিসিয়াল ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রিট পিটিশন উল্লেখ করা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন চিরতরে মুছে ফেলা হোক। কারণ তা ভারতীয় নীতিমালা দফা ১৪ ও ২১ বিরোধী। এখন কেন্দ্র সরকার অবৈধ অভিবাসীকে ধর্মের ভিত্তিতে সংজ্ঞায়িত ও বিচ্ছিন্ন করছে। আর এর প্রয়োগ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ও পার্সিদের রেখে শুধুমাত্র মুসলমানদের উপর কার্যকর করছে। অথচ ভারতীয় নীতিমালার দফা ১৪ অনুযায়ী সকল অবৈধ অভিবাসী অন্তর্ভুক্ত।
রিট পিটিশনে নাগরিকত্ব সংশোধনী নীতিমালা উপর আলোকপাত করে বলা হয়েছে, ‘আসামে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া হিন্দুরা নাগরিকত্ব সংশোধনী নীতিমালা দফা ৬বি অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার অধিকার সংরক্ষণ করে, কিন্তু একই অবস্থার সম্মুখীন মুসলমানেরা সে অধিকার রাখে না। এটা নিরেট সাম্প্রদায়িকতা ও নগ্ন বৈষম্য। অথচ বাস্তবতা হল আসামের অসংখ্য মানুষ অজ্ঞতা, নামের স্বাক্ষরের অমিলের মত ছোটখাটো বিভিন্ন কারণে নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি। এখন সারা দেশে এনআরসি এর আইন কার্যকর হলে রেজিস্টারী এসব লোক দেশের নাগরিকত্ব হারাবে। সে অমুসলিম হলে নীতিমালা দফা ৬বি অনুযায়ী নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু মুসলিম হলে এ অধিকার থেকে তাকে বঞ্ছিত করা হবে। রাষ্ট্রীয়ভাবে এমন নগ্ন বৈষম্য যে কেবল আইনতঃ ভুল তাই নয় বরং তা জাতীয় ঐক্যতে বিঘ্নতা ঘটানোর আশংকা আছে।’
জমিয়তে উলামা হিন্দ মহামান্য আদালতকে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন চিরতরে মুছে ফেলার আবেদন জানিয়েছে।
গ্রন্থনা : আব্দুল্লাহ আমান