নাজিম আল-মামুন এর কবিতা

নাজিম আল-মামুন এর কবিতা

  • নাজিম আল-মামুন

১.

এখন কোনো বসন্ত নয়
তবুও এমন পবিত্রময় শেষরাতে কোকিল ডাকে।
যেনো পরম করুণাময় প্রতিনিধি পাঠান জগতে
বলেন, আমি প্রথম আকাশে নেমে এসেছি;
আশেকের কল্যাণে।

মাবুদের এমন প্রেমময় নেয়ামত পেয়ে
শুকরিয়া জানাই সিজদাতে।
আত্মা প্রশান্তি পায় ‘সুবাহানা রাব্বিয়াল আ’লা’
তাসবিহদানা পাঠে।

২.

করুণাময়, আপনার থেকে দূরে গেলে
আমি নিরাশ হয়ে যায়।
দুনিয়ার সকল অশান্তি জড়ো হয়
মনে, দেহে।
যেমন করে মানুষ প্রিয়জন হারিয়ে
নিঃসঙ্গ হয়ে হতাশায় ভোগে।

এরপর আমি ক্লান্ত হয়ে ঘরে ফিরি
দেখি এখানেও কোনো শান্তি নেই।
ভাবি, শান্তি যেনো কোথায় পাই—
হঠাৎ, তখন কানে শব্দ আসে
মিনার হতে, ‘হাইয়া আ’লাছ ছালাহ’।
তখন আমি বলি—
এই তো সেই শান্তির ডাক।
এ ডাকের সাড়ায় পাপী হৃদয়
নিষ্পাপ হয়ে যায়।
চৌচির হয়ে ফেঁটে যাওয়া মাটি
সতেজ হয়ে যায়।

আমি মসজিদে দিকে হাঁটি
সিজদাতে পাঠ করি
‘সুবাহানা রাব্বিয়াল আ’লা’।
সিজদাহ হতে ওঠে অনুভব করি
স্বর্গীয় সুখ যেনো আমার মনোপ্রাণে
হেলে-দুলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *