পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব ঘোষণা ছাড়াই নাটোর থেকে সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি। দুই মালিক সমিতির দ্বন্দের জেরেই এ ঘোষণা দিয়েছে মালিক সমিতি।
বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, বনলতা ট্রাভেলস নামে নাটোর জেলা বাস মালিক সমিতির একটি বাস বুধবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে ঢাকার উদ্যোশে রওনা হয়। এ সময় শেরকোল এলাকায় বাস থামিয়ে সিংড়া মোটর মালিক সমিতির লোকজন বনলতার তিন বাস শ্রমিককে মারপিট করে।
এর প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা বাস মালিক সমিতি তাদের সকল বাস বন্ধ করে দেয়।
হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। তবে নাটোর হয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে শ্রমিক মারপিটের কথা অস্বীকার করেছেন সিংড়া মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম। নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাস বন্ধ রেখে সিংড়া মালিক সমিতির ওপর দোষ চাপাচ্ছে হচ্ছে বলে জানান তিনি।
এদিকে এ পরিস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।কে বাস চলাচল বন্ধ