পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ নামাজ ছাড়াও সুন্নত, ওয়াজিব ও বিভিন্ন নফল নামাজ রয়েছে। কেউ জামাতে নামাজ পড়লে ইমাম সুরা-কিরাত পড়েন। আর একাকী নামাজ পড়লে— তখন মুসল্লি নিজে পড়ে থাকেন। এটা শরিয়তের নিয়ম।
এখন প্রশ্ন হলো- কোনো নামাজের প্রথম দুই রাকাতে কেউ যদি ভুল করে— একই সুরা দুইবার পড়ে ফেলে; তাহলে কি নামাজ শুদ্ধ হবে? নাকি সাহু সিজদাহ দেওয়া লাগবে?
এই প্রশ্নের উত্তর হলো- ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে কেউ যদি একই সুরা পাঠ করে, তাহলে বিষয়টি অনুত্তম। তবে এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়া বাজ্জাজিয়া : ৪/৪০; রাদ্দুল মুহতার : ১/৫৪৬ )
কেননা, আল্লাহর রাসুল (সা.) সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদিস শরিফে এভাবে এসেছে, মুআজ ইবনে আবদুল্লাহ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে, তিনি নবী কারিম (সা.)-কে ফজরের নামাজের উভয় রাকাতে সুরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি আরও বলেন, আমি জানি না আল্লাহর রাসুল (সা.) ভুলবশত এমন করেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবু দাউদ, হাদিস : ৮১৬)
- আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ও যথাসময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন।