নারায়ণগঞ্জের ৪ স্থানে বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের ৪ স্থানে বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জে রেল ও সড়ক পথে বিক্ষোভ করেছে যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতের নেতাকর্মীরা।

সকাল ৮টায় ইসদাইরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন লাইনে অবরোধ করে বিক্ষোভ করে মহানগর জামায়াতের নেতাকর্মীরা। ওই সময় একতরফা তফসিল ঘোষণা চেষ্টার প্রতিবাদে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন নেতারা। তাদের অবরোধ চলাকালে ট্রেন চলাচল করেনি।

সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ফতুল্লা থানা কৃষকদল। একই সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড়ে ঝটিকা মিছিল করে জেলা যুবদল। সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে মিছিলকারীরা সড়কে আগুন জ্বালিয়ে এক দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেন। এ সময় বাস চলাচল কিছু সময় বন্ধ ছিল। এতে কোন গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

এদিকে সকাল ৯টায় নারায়ণগঞ্জ-আদমজী সড়কের কিল্লারপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ (ক্রাইম) চাইমাউ লারমা জানান, অবরোধকে কেন্দ্র করে জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়ক ও মহাসড়কে টহল অব্যাহত রেখেছে পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা।

এদিকে রোববার সন্ধ্যা ও রাতে ৬ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী এলাকায় ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় সড়কের পাশে পার্কিং করা দুটি বাসে অগ্নিসংযোগ করে অজ্ঞাতরা। সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি পার্কিং করা বাসে ও রাত সাড়ে ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহত বা আটক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *