৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে বিরল হয়ে ওঠা নারীদের এক বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। শনিবার রাজধানী কাবুলে এই ঘটনা ঘটেছে।
কয়েক দিনের মধ্যে তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় ফেরার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শনিবার প্রায় ৪০ জন নারীর একটি দল কাবুলের শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে ‘রুটি, রুজি, স্বাধীনতা’ স্লোগান দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই তালেবান যোদ্ধারা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভকারীদের কয়েক জন আশেপাশের দোকানে আশ্রয় নেয়। তবে তাদের ধাওয়া করে তালেবান যোদ্ধারা বন্দুকের বাঁট দিয়ে পিটিয়েছে। কাজ এবং রাজনীতিতে অংশগ্রহণের সুযোগের দাবিতে নামা বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। গত বছরের এই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান।
ছত্রভঙ্গ হওয়ার আগে নারী বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘ন্যায়বিচার, ন্যায়বিচার। আমরা অজ্ঞতায় বিরক্ত’।