পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আট দিন বাড়িয়ে ১১২ দিনের পরিবর্তে ১২০ দিন করার বিধান রেখে “বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩” এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বর্তমানে ১১২ দিন। এখন আট দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা এ ছুটি তার সুবিধামতো নিতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এই ছুটি তিনি (নারী শ্রমিক) মা হওয়ার আগেও নিতে পারবেন, পরেও নিতে পারেন। এটা তার ইচ্ছা।”
তিনি আরও বলেন, “নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ১২০ দিনের যে ছুটি পাবেন, তা বেতনসহ। মূল আইনেই বলা হয়েছে বেতনসহ, এখানে এটা নিয়ে আলোচনা হয়নি।”
মো. মাহবুব হোসেন জানান, গ্রুপ অব কোম্পানির জন্য আগে ট্রেড ইউনিয়ন করতে ৩০% শ্রমিকের মতামত লাগতো। এখন সেটা ২০% করা হয়েছে।