নাশকতা ঠেকাতে সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি

নাশকতা ঠেকাতে সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ডাকা অবরোধের মধ্যে নাশকতা ও সহিংসতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে মাঠে নেমেছে ২৩০ প্লাটুন বিজিবি।

 

এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

 

সোমবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

 

তিনি বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”

 

দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের ৪৮ ঘণ্টার নতুন কর্মসূচি রোববার ভোর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

 

এর আগে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ করেছে।

 

দফায় দফায় অবরোধ-হরতালের মধ্যে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে বিজিবি নিয়মিত টহলে আছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *