পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্টের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ২৪ আগস্ট দেয়া হবে। শুক্রবার (৩ জুলাই) নিউজিল্যান্ডের আদালতের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
গত বছর মসজিদ হামলার ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্ট তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এ বিষয়ে বিচারপটি ক্যামেরুন ম্যান্ডার বলেন, তিন দিন ধরে শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এটির জন্য যতটা প্রয়োজন ততো সময় দেয়া হবে।
গত বছর ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৫১ জন নিহত হন।