নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

পাথেয় টুয়েন্টিফোর ডটকম: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাল বুধবার তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, মো. সাহাবুদ্দিন কাল বিকেলে পাবনার উদ্দেশে রওনা দেবেন। তিনি সেখানে বিভিন্ন জনসভায় ভাষণ দেবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরকালে রাষ্ট্রপতি পাবনার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করবেন। সেখানে একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া তিনি পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করবেন।

আগামী শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঢাকায় ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *